সোমবার, ৩১ জুলাই, ২০১৭

সূর্য কন্যা



সূর্য কন্যা
- যাযাবর জীবন


ধূমায়িত সবুজ চা ঠোঁটে
রোদের ব্যালকনিতে তোর অলস হেলান
ঝমঝম বৃষ্টিনূপুর আমার টিনের চালে
আমার মেঘলা মন সারা দিনমান,
রোদের লালাভ ডানায় প্রজাপতি ওড়াউড়ি
তোর বিশাল বাগানে
ধুকতে থাকা জলফরিং আমার মাটির টবে
ডানা ভেঙ্গে;

বিস্তর ফারাক আমাদের দুজনের,
ফারাক সময়ের
ফারাক জীবনের
ফারাক জীবন যাপনের
ফারাক দিন আর রাতের
ফারাক ভালোবাসা আর অনুভবের
তোর আর আমার,
আমার সারাদিন পেটের ধান্ধায়
তুই দিনমান আলসে বিছানায়
আমি কর্মাক্ত ঠোঁট চাটি ঘর্মাক্ত ঠোঁটে
রাতভর কাম-চুম্বন তোর অধর-ওষ্ঠে;

আমার গোলার্ধে বর্ষা
মনে বসন্ত তোর
আমার বৃষ্টিস্নান
থৈ থৈ রোদ ভেজা তোর,
রোদেরও কিছু রঙ আছে
গান আছে
সুর আছে
বৃষ্টির শুধুই কান্না,
আমি ভিজতে ভিজতে মাটি
তুই সূর্য কন্যা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন