বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

রঙ বেরঙের অনুভূতি



রঙ বেরঙের অনুভূতি
- যাযাবর জীবন


আকাশের অনুভূতি নীল
মন খারাপে কালো, জ্যোৎস্নায় হলদেটে;
সবুজ অনুভূতির সতেজ বনে কখনো দুঃখ ছেয়ে গেলে সে পাতা ঝরিয়ে কাঁদে
সাগরের অনুভূতি কখনো আকাশ নীল, কখনো বন সবুজ
আবার পাহাড় যখন খুব কাঁদে তখন পানসে ঘোলাটে;

আমি খুব অবাক হয়ে এদের খেলা দেখি
রঙ এর খেলা
অনুভূতির খেলা;

আমার অনুভূতি শুধু তোতে,
তোর কথা মনে এলেই
রংধনু অনুভূতি বুকের চাতালে;

যেদিন আর স্বপ্ন দেখবি না রাতে,
সেদিন জানিস আমিই রাত্রি হয়ে গেছি ধুসর হতে হতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন