মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

দাম্পত্য, গভীর এক নদীর নাম

এই যে তোকে ছুঁয়ে ছুঁয়ে থাকা!

এটা কি শুধুই ভালোবাসা?

এই যে সারারাত জড়িয়ে রাখা!

ওটা কি শুধুই প্রেম?

ওখানে বেশ খানিকটা প্রেম, অনেকটুকু ভালোবাসা

পুরোটা আস্থা, অগাধ বিশ্বাস  

বুক ভরা অনুভব, মন ভরা অনুভূতি 

আর বহু বহু দিনের ছুঁয়ে থাকার অভ্যাস,

এটা দাম্পত্য, এটা নির্ভরতার অনুপ্রাস;


আবার দাম্পত্য কিন্তু ভঙ্গুর কাঁচ,  

ঐ যে প্রেম! ঐ যে ভালোবাসা! 

ওখানে কখনো যদি পড়ে টান

কিংবা আস্থায় ভারসাম্যহীনতা 

অনুভবে ছাড়া ছাড়া 

অনুভূতিতে খানিক অবজ্ঞা  

শরীরে অনীহা, ছোঁয়াছুঁয়িতে বিবমিষা,     

দাম্পত্যের বারোটা, চারিদিকে হরেদরে 

ছাড়াছাড়ি! আজকাল ঘরে ঘরে; 


অস্থির এক সময়ের ভেতরে চলেছি আমরা

কারো কারো অস্থির জীবন 

কাঁচের দাম্পত্য আর একাকীত্ব যাপন; 


ভরা কাঁটালে জোয়ারের বেগ জানিস!

মরা কাঁটালে ভাটার টান?

দাম্পত্য! গভীর এক নদীর নাম। 


০৭ নভেম্বর, ২০২০ 


#কবিতা 

দাম্পত্য, গভীর এক নদীর নাম

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 


 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন