মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

আলাদা আলাদা সকাল

ভোরের আলোয় হালকা লালের আভা

পূবাকাশে কুসুম ফুটেছে 

হালকা শীতের আমেজে হালকা কুয়াশা

শিশিরের জলরাগ ছাদে দাগ রেখে গেছে,

চোখে শিশির জমতে দেখেছ?   


ভোরে মনখারাপ করে ধুসর ছিলো আকাশ 

সূর্যের আভায় নীল হতে শুরু করেছে 

নীলের মাঝে কিছু মেঘ ইতিউতি 

মেঘেদের বোধহয় সকাল হয়েছে, 

চোখে কেন মেঘ করে?  


কাকগুলো ডাকাডাকি বন্ধ করে দিয়েছে

তাদের সকাল হয় ভোরের আধো অন্ধকারে 

কিছু পাখি মেঘেদের সাথে 

আকাশে ডানা মেলছে উড়ে, 

আমার যদি ডানা থাকতো!  


হালকা শীত শীত অনুভূতির পরশ  

গায়ে মৃদুমন্দ উত্তুরে বাতাস 

আমি সকাল দেখছি নীলে মাখামাখি 

আর ঐ নীল নীল আকাশ,

মাঝে মাঝে বড্ড নীল হয় মন; 


সকালগুলো বড্ড অন্যরকম 

আলাদা আলাদা প্রত্যেকটা সকাল

মানুষগুলো বড্ড একঘেয়ে একই রকম

আকাশটা বিশাল উদার,  

মানুষের মাঝে উদারতা কোথায়?  



১৩ নভেম্বর, ২০২০


#কবিতা

আলাদা আলাদা সকাল

 - যাযাবর জীবন 


ছবিঃ মোবাইল ক্লিক। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন