শহর থেকে বের হলেই সবুজ সবুজ গ্রাম
মাটির কাছে এলেই পরে সোঁদা মাটির ঘ্রাণ,
নীল নীল আকাশ সেথা তাজা তাজা বাতাস
মনটা ভরে নীল মাখি বুকটা ভরে নিঃশ্বাস;
সবুজ সবুজ ধানক্ষেত সবুজ সবুজ মন
চারিদিকে সবুজ সবুজ ধান মাঠ আর বন,
নদীর ধারে মন জুড়ানো বাউল বাউল বাতাস
গ্রামে এলে পাখির ডাকে মন হয়ে যায় উদাস;
চিরল চিরল পাতার ফাঁকে কুহু কুহু ডাক
কোথাও কোথাও নদীতে তীক্ষ্ণ কিছু বাঁক,
ঘাস পাটিতে নদীর ধারে বসেনি বলো কে?
মাটির সাথে গাঁয়ের সাথে সম্পর্ক জুড়েনি যে;
মাটির চুলায় লাকড়ির রান্নায় তরকারির স্বাদ
যে খায় নি জানবে কিভাবে মাটির হাড়ির স্বাদ?
গোয়াল ঘরের কালো গাইয়ের দুধ খায় নি যে
মাটির হাড়ির জ্বালের দুধের স্বাদ জানে নি সে;
ধুলো মাখা মেঠো পথ এঁকে বেঁকে চলে
পল্লীগীতি ভাটিয়ালি মাটির কথাই বলে
দিনমান পাখি ডাকে কোকিল শালিক ডাহুক
মাটির মানুষ মাটিতে এলেই মাটির টানে সুখ।
০৯ নভেম্বর, ২০২০
#কবিতা
মাটির টানে সুখ
- যাযাবর জীবন
ছবিঃ মোবাইল ক্লিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন