মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

লোভের সিঁড়ি

সিঁড়ি বেয়ে কারো ওপরে ওঠা 

কারো নিচে নামা;


কেউ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে সব হারায় 

ওপরে ওঠার নেশায় হারিয়ে ফেলে সম্পর্কগুলো

এমন কি মনুষ্যত্ব!  

আরে সম্পর্ক? টাকায় সব কেনা যায়, 

তাই? আচ্ছা আস্থা কেনা যায়?

বিশ্বাস? 

আরে টাকায় সব কেনা যায়; 


টাকায় একটা মানুষ না হয় কিনলে! বন্ধু কিনতে পার?

টাকায় একটা নারী না হয় কিনলে! স্ত্রী কিনতে পার?

টাকায় একটা পুরুষ না হয় কিনলে! স্বামী কিনতে পার?

ভাই কিনতে পার? বোন? 

বাবা কেনা যায়? মা? 

ভালোবাসা?

তাহলে সম্পর্ক কেনা যায় কিভাবে? 

 

আমি সিঁড়ি বাইতে বাইতে ওপরে উঠতে গিয়ে নীচে নেমে যাচ্ছি 

নামছি তো ক্রমাগত নামছিই, 

কখনো ভালোবাসা হারিয়ে, কখনো সম্পর্ক, কখনো মনুষ্যত্ব;   

অথচ উঠতে চেয়েছিলাম একদিন সিঁড়ি বেয়ে, ঐ আকাশে, অনেক ওপরে, 

আকাশ কি আর ধরা যায়? 

তবুও কি এক অদৃশ্য লোভের হাতছানিতে 

হাত বাড়িয়েছিলাম আকাশ ছোঁয়ার, ওপরে ওঠার  

অথচ আজ আমি নামতে নামতে পাতালে, অন্ধকারে

আজকাল আয়নায় তাকাতেও কেমন যেন লজ্জা করে

সব পাওয়ার নেশায় সব সম্পর্কগুলো হারিয়ে

এমন কি মনুষ্যত্বটাও; 


অধঃপতনের সূচনা হয়েছিল কিন্তু নিছক লোভের বসে

আকাশ ছুঁতে গিয়ে; 


আমার আকাশও ছোঁয়া হয় নি!

টাকার পাহাড়ও চড়তে পারি নি, 

মোহের সিঁড়ি বাইতে বাইতে নেমে গেছি পাতালে

লোভের সিঁড়িতে পা দিয়ে। 


আদতে সিঁড়ি বাইতে হয় খুব সাবধানে

উঠতে কিংবা নামতে

একটু তাড়াহুড়োয় সব ওলোটপালট হয়ে যায় জীবনে

কি বিশ্বাস হলো না? তবে আমাকে দেখে যাও ঘন অন্ধকারে। 


১০ নভেম্বর, ২০২০


#কবিতা 

লোভের সিঁড়ি

 - যাযাবর জীবন 


ছবিঃ মোবাইল ক্লিক। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন