বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

সম্পর্কের খোসা

সম্পর্কগুলো বাইরে থেকে বোঝা যায় না, 

বাইরে থেকে ওগুলো দেখতে খুব সুন্দর

অনেকটা ফলের মত, নানা রঙের ছিলকার আবরণে জড়ানো 

কোন কোন সম্পর্কের ভেতরটা টক মিষ্টি কাঁচা

কোনটা সুস্বাদু সুমিষ্ট পাকা

কোন কোনটার খোসার বাইরে থেকেই সুগন্ধ বের হতে থাকে 

কোন কোনটা বাইরে সতেজ দেখায় অথচ খোসা ছাড়ালেই দুর্গন্ধ বের হয় 

সবগুলো সম্পর্কই বাইরে থেকে কোন না কোন আবরণে ঢাকা; 


সে স্বামী-স্ত্রীর সম্পর্কই হোক 

কিংবা ভাই-বোনের  

অথবা বাবা-মা আর সন্তানেরই হোক,  

আজকাল অবশ্য বাবা-মা আর সন্তানের সম্পর্ক বিয়ের আগে পর্যন্ত 

তারপরের'টা নির্ভর করে মায়ের সাথে স্ত্রীর সম্পর্কের উপর 

আর বৌ-শাশুড়ি সম্পর্ক! সে আর নাই বললাম,  

তাহলে আর সন্তানের সাথে বাবা-মায়ের সম্পর্ক মধুর হবে কি করে?

আর বাবা! সেও তো মায়ের কথাতেই

স্বামী যেমন স্ত্রীর, 

এ সংসার কেমিস্ট্রি, মূলত একান্নবর্তী পরিবারগুলো ভুক্তভোগী

আমরা বাইরে থেকে সতেজ সবুজ সুন্দর খোসা দেখি;


পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে ভেতরে কিছু কি পাও? 

সম্পর্কের খোসা ছাড়াতে ছাড়াতে শুধু 'সম্পর্ক' নামটাই রয়ে যায় 

এজন্য আমরা খুব সাবধানে সম্পর্কগুলোকে খোসায় মুড়ে রাখি, 

কিছুটা লোকলজ্জার ভয়ে 

বাকিটা অভ্যাসে,  

তাহলে ঐ যে অনুভব আর অনুভূতি? 

আরে, খারাপ আর ভালো

আনন্দ আর বেদনা 

হাসি আর কান্না 

ভালোবাসা আর ঘৃণা 

সে তো সম্পর্কে কিছু থাকেই, 

সকল সম্পর্কে। 


২২ নভেম্বর, ২০২০ 


#কবিতা 

সম্পর্কের খোসা

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন