রাস্তায় তো চড়াই উৎরাই থাকেই
জীবনের চড়াই উৎরাইগুলো দেখা যায় না
বড্ড ভোগায়,
এই যে হুট হাট জীবনের খাঁদ বেয়ে নেমে যাওয়া!
কখন কবে, কেও জানে না
বড্ড কাঁদায়;
ঐ যে রাস্তাটা দেখছ না!
ওখানে অল্প কয়েকটি বাঁক মাত্র
জীবনের বাঁকগুলো? সহস্র ধারায় বিভক্ত
যে চড়াই উৎরাই দেখে নি সে জীবই বোঝেই নি
আর কারো কারো পাহাড় ভাংতে ভাংতেই জীবন চলে যায়
কেউ কেউ পুরোটা জীবন জুড়ে শুধু চড়াই'ই বেয়ে যায়
কারো কারো জীবনটা শুধুই নেমে যাওয়া উৎরাই
খুব অল্প ক'জনার জীবনের রাস্তাটা সোজা
আর বাকিরা পারি দেয় বন্ধুর পথ
পাহাড়ের সাথে সখ্যতা আমার
সখ্যতা রাস্তার সাথে;
কোন একদিন হয়তো ঐ দ্বিধাবিভক্ত রাস্তায় এসে
ভুল পথে নেমে যাব
কোন একদিন হয়তো উৎরাই এ নামতে নামতে
ঐ পাহাড়ি নদীতে হারিয়ে যাব
কোন একদিন হয়তো শত বিভক্ত জীবনের মোড়গুলোতে
স্থবির হয়ে বসে রব,
আরে! মনও বড্ড বিভক্ত হয় রে! জীবনের মোড়ে মোড়ে;
কোন কোন বিভক্তি অর্থের কারণে
কোনটা স্বার্থের
কিছু বিভক্তি সম্পর্কের
কিছু কিছু বিভক্তির কারণ নারী
কিছু বিভক্তির কারণ রক্ত
কিছু কিছু বিভক্তির কারণ নিজেই আমি,
প্রত্যেকটা বিভক্তিই কিন্তু ক্ষরণ ঘটায়
জীবন চলার পথে কিংবা সম্পর্কে;
আমি বিভক্ত রাস্তাটার দিকে তাকিয়ে জীবনের বিভক্তিগুলো দেখি
আমি বিভক্ত জীবনের দিকে তাকিয়ে বিভক্ত সম্পর্কগুলো দেখি
তারপর আবার রাস্তায় নামি, রাস্তা হাঁটি
জীবন এগিয়ে যাওয়ার, জীবন পথ চলার;
বিভক্তি কি আর জীবনকে থামিয়ে রাখতে পারে?
০২ নভেম্বর, ২০২০
#কবিতা
বিভক্তি
- যাযাবর জীবন
ছবিঃ মোবাইল ক্লিক, ভুটান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন