মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

দাতা ও গ্রহীতা

সূর্যের সম্পর্ক দিনের সাথে

চাঁদের সম্পর্ক রাতের 

দুজন পরস্পর থেকে যোজন যোজন দূরে 

অথচ দুজনাই কিরণ দাতা   

সূর্য ছাড়া চাঁদের অস্তিত্ব কোথায়? 

চাঁদ ছাড়া কি জ্যোৎস্না হয়?  


রাজনৈতিকের সম্পর্ক ক্ষমতার সাথে 

জনগণের সাথে সম্পর্ক ভোটে 

কেও দাতা নয়

নয় কেও গ্রহীতা

লাভের পুরোটা হিসাব রাজনীতির সাথে

জনগণ ট্যাক্স ভরে; 


চাকরি দাতার সম্পর্ক টাকার সাথে 

চাকরিজীবীর সম্পর্ক চাকরির সাথে  

একজন শ্রম দাতা 

একজন অর্থ দাতা  

পরস্পর পরস্পরের স্বার্থে  

মাস শেষে দুজনাই অর্থ গুনে; 


ব্যবসায়ীর সম্পর্ক টাকার সাথে 

খদ্দেরের সম্পর্ক পণ্যের সাথে

একজন পণ্য দাতা 

একজন অর্থ  

কেউ জিতে কেউ ঠকে 

লাভ ক্ষতির অংক দুজনাই কষে;


বেশ্যার সম্পর্ক টাকার সাথে 

খদ্দেরের সম্পর্ক শরীরের সাথে

দুজনাই দাতা

দুজনাই গ্রহীতা 

কার কতটুকু লাভ হলো কার ক্ষতি

কে হিসাব কষে? 


দিনের সম্পর্ক আলোর সাথে

রাতের সম্পর্ক অন্ধকারে

এরা কেও দাতা নয়

নয় কেও গ্রহীতা 

অথচ একজন অচল আরেকজন ছাড়া 

কেও কিন্তু হিসেব কষে না। 


১০ নভেম্বর, ২০২০


#কবিতা 

দাতা ও গ্রহীতা 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন