এত দূরে কেন?
একটু গা ঘেঁষে দাঁড়া
আরেকটু এগিয়ে হাতে হাত
আচ্ছা চল, ওখানে বসি ঐ ঘাসের বনে
ওটুকু যখন কাছে আসলিই একবার ঠোঁটটা বাড়া
একটা চুমু, তারপর ফেঁসে যা;
সেই যে ফেঁসে গেলি!
আজো জড়িয়ে রইলি
জানিস! ভালোবাসা একটা অনুভব
মনের ভেতর কিসের যেন একটা অদ্ভুত টান
যাকে টানে সেই জানে
আর বাকিদের কুটকথা জনে জনে;
মজার ব্যাপার হলো আমরা দুজন দুপ্রান্তের মানুষ
তুই উত্তরের আমি দক্ষিণের, তুই মাটির আমি জলের
তুই সূর্য আমি চাঁদ, তুই দিন আমি রাত
অথচ তবুও একটা জায়গায় আমাদের অদ্ভুত মিল
অনুভবে মনের টানটা যতটুকু তোর ততটুকুই আমার
আর ভালোবাসায় আমাদের নেই কোন খাঁদ;
আমাদের শুরুটা বড্ড কঠিন ছিলো, তবুও আমাদের হাত ধরা ছিলো হাতে
আমাদের ওপর অনেক ঝড় বয়ে গিয়েছিলো, তবুও অটল ছিলাম বিশ্বাসে
আমরা জীবনে অনেক কিছুই পাই নি, পেয়েছি দুজন দুজন'কে
ভালোবাসার মানুষ'কে ভালোবাসায় পেলে আর কি লাগে বল জীবনে!
জানিস! আজকাল কেন যেন খুব ভয় হয়
একজন হঠাৎ করেই অন্ধকার হয়ে গেলে আরেকজনের কি হবে?
১৫ নভেম্বর, ২০২০
#কবিতা
ভালোবাসায় একসাথে
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন