সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

মোমবাতির ধোঁয়া

একটা ম্যাচের কাঠি  

একটা মোমবাতি 

মনের বারুদে চিন্তা ঘষতেই কিছু শব্দের আওয়াজ

কবিতার মোমবাতিটা জ্বললো কি?


চিন্তা পুড়ছে 

মোমবাতি গলছে

ছাই হচ্ছে সলতে 

অল্প একটু সময় বাকি,  

গলে পড়া ভাবনা

আর গলে যাওয়া মোমবাতি

কিছু লেখা হলো কি? 

এখনো একটু বাকি, 

গুমোট ভাবনা  

নিভু নিভু মোমবাতি

এই যাহ! অন্ধকার

কবিতার ইতি; 


আগুনে হাত দিয়েছিলে?

ছুঁয়েছিলে জ্বলন্ত শিখা?

তাপ ছিলো শব্দে?

নাকি মোমবাতি নিভিয়ে দিয়েছিলে ভাবনার ভাপে?

বাক্যের কোলাহল পাও নি? 

তবে আর কবিতা হলো কি?


পুড়ে যাওয়া ছাই তো দেখেছ 

আগুন পুড়তে দেখেছ? 

কাগজে কলম ঘষে শুধু শব্দই পোড়াই

আর কিছু বাক্যের ছাই,   

আঁচর কাটার মত নখ কোথায় শব্দের?  

কোথায় জ্বলন্ত মোমবাতি বাক্যের? 

ঐ তো অল্প একটুমাত্র সলতে পোড়া কাব্যের ধোঁয়া,   

বড্ড সাধ! একদিন একটা আস্ত কবিতা পোড়ানোর।  


২৮ নভেম্বর, ২০২০ 


#কবিতা 

মোমবাতির ধোঁয়া

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন