বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

পুরুষ ও কাপুরুষ

কি দেখছিস রে?

উঁচু হয়ে থাকা বুক?

ও তো কাপড় দিয়ে ঢাকা,

কাপড়ের ওপর থেকেই?

বল তো কি দেখা যায় ওতে?

অসংযত দৃষ্টিতে ওটুকুই দেখছি মন হেনে, 

কেন রে? 

মায়ের টা খাস নি? 


কি দেখছিস রে?

শরীরের ভাঁজ? 

কোথায় কি খাঁজ? 

কাপড়ের ফাঁকে ফাঁকে একটু উঁকি? 

ওটুকুতেই লোলুপ দৃষ্টি?  

অবদমিত কামনায় দেখছি মনে মনে, 

কেন রে? 

বোনেরটাও দেখিস নাকি? 


নারীর আলাদা একটা বোধ থাকে

জানিস তোরা?

দূর থেকে কোথায় কি দৃষ্টি হানছিস 

ঠিক বুঝে যায় ওরা, 

এক একজনার এক একরকম স্পর্শ 

যখনই ছুঁয়ে দিস দেহ 

স্পর্শে স্নেহ, স্পর্শে ভালোবাসা, স্পর্শে কামনা

এদের থেকে ভালো বোঝে না কেহ;


কেন খামখাই দৃষ্টি হানিস? 

কুদৃষ্টি হেনে, 

কেন খামাখাই স্পর্শ করিস?

আর কামোদ্রেক মনে! 


সংযত দৃষ্টি আর সংযত ব্যবহার  

তড়িৎ বুঝে নেয় নারী সংযত মন আছে তোরই    

শ্রদ্ধা ওটাতেই আর নারীর চোখে তুই পুরুষ, 

তোর খারাপ দৃষ্টি আর কামনার স্পর্শ! 

নারীর চোখে শুধুই তুই ঘৃণার পাত্র   

পুরুষ নয় রে, তুই কাপুরুষ।  


  

২৪ নভেম্বর, ২০২০ 


#কবিতা

পুরুষ ও কাপুরুষ 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন