মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

ভার্চুয়াল মেধা

ভার্চুয়ালটা বড় মজার জায়গা

এখানে লক্ষ কোটি মেধার উন্মোচন; 


আজকাল আমার মত লক্ষ কোটি পাতি লেখকের আবির্ভাব, 

এরা ক্রমাগত লিখছে

কেউ গল্প, কেউ কবিতা, কেউ উপন্যাস, কেউ প্রবন্ধ কেউ বা গান

প্রতিদিন লিখছে, প্রতিনিয়ত, ভার্চুয়ালটা ভরে ভরে 

কেউ ফেসবুকে, কেউ টুইটারে, কেউ ব্লগে, কেও বা অন্য কোন মিডিয়ায়

এদের মধ্যে কেউ কেউ খুব ভালো লিখছে

আর কেউ শুধু লিখেই যাচ্ছে

বন্ধু বান্ধবরা না পড়েই লাইক দিয়ে যাচ্ছে

না পড়েই কমেন্ট, আজকাল তো আবার কমেন্ট ইমোতে,  

ওগুলো কতটুকু যে সাহিত্য হচ্ছে কে আর আদতে পড়ে দেখে!  

আচ্ছা! পাঠক কোথায় এই লেখক মেলায়? 


ধ্যাত! পাঠক খুঁজো না তো! 

মেধার বিকাশ হচ্ছে, ভার্চুয়ালে; 


আজকাল আমার মত লক্ষ কোটি এমেচার ভিডিও বানাচ্ছে,  

কেউ গল্প বলছে 

কেউ আবৃতি করছে 

কেউ বা গান গাইছে

আর ক্রমাগত ভিডিও বানাচ্ছে  

প্রতিদিন, প্রতিনিয়ত, ভার্চুয়াল ভরে

কেউ ফেসবুকে, কেউ ইন্সটাগ্রামে, কেউ ইউটিউবে, কেউ বা লাইকি'তে

এদের মধ্যে কেউ কেউ খুব ভালো আবৃতি করছে, কেউ খুবই ভালো গান গাইছে

আর বাকিরা শুধু ভিডিও আপলোড করেই যাচ্ছে,  

বন্ধু বান্ধবরা না শুনেই লাইক দিয়ে যাচ্ছে

না শুনেই কমেন্ট, আজকাল তো আবার কমেন্ট ইমোতে,  

ক'জন মন দিয়ে শোনে আদতে কি আবৃতি হচ্ছে!  

কতটুকু সুরেই বা কে গান গাইছে!  

কতটুকুই বা শ্রুতিমধুর হচ্ছে! 

আচ্ছা! শ্রোতা কোথায়! কোথায়ই বা দর্শক! এই ভিডিও মেলায়?


ধ্যাত! শ্রোতা খুঁজো না তো! 

মেধার বিকাশ হচ্ছে, ভার্চুয়ালে।  


১৬ নভেম্বর, ২০২০ 


#কবিতা 

ভার্চুয়াল মেধা 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন