মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

ডুবঘুমে

বাঁ পাশটায় ধুকপুক 

বাঁ পাশটায় হৃদয় 

মাঝে মাঝে খাঁচা খুলে উঁকি

মাঝে মাঝে মন খুলে দেখি

বাঁ পাশটায় তুই 

তারপর কিছুক্ষণ প্রেম কিছু খুনসুটি

ঐ বিশেষ সময়টুকুতেই আমি তোর,

খাঁচা বন্ধ করে দিতেই চোখ অন্ধকার

আমি রাতের কোলে ঘুমের অতলে;


তুই খাঁচার ভেতরে ডুবঘুমে 

আর ধুকপুক ধুকপুক করতে থাকিস নিঃশ্বাসে প্রশ্বাসে।\


০২ নভেম্বর, ২০২০ 


#কবিতা 

ডুবঘুমে 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন