মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

লোভের চোখ

আমাদের অনেক অনেক চাহিদা

অনেক লোভ অনেক লিপ্সা

চাহিদা অর্থের 

সম্পর্ক স্বার্থের,

আমি চলি যে পথে 

লোভ আমার পিঠে চেপে আমার সাথে;  


আমরা কেউ ঘুষখোর কেউ সুদখোর

কেউ মদ্যপ কেউ রিপুর তাড়নায় ধর্ষক 

কেউ জালিয়াত কেউ প্রতারক 

কেউ ভূমিদস্যু কেউ বা খুনি, 

কিসের জন্য? 

কিছু অর্থ, কিছু স্বার্থ  

কিছু জমিজমা, কিছু সহায় সম্পত্তি 

আদতে ভোগ করতে পারি কতটুকু?

পেটে আটেই বা কতটুকু?

আরে! ঐ তো সাড়ে তিন হাত সীমিত মাটির শরীর! 

অথচ চাহিদা কি অফুরন্ত অসীম! 


এই যে সারাটা জীবন শুধু টাকা টাকা করে ছোটা!

কতটুকু নিয়ে যাব সাথে! 

এই যে সারাটা জীবন সহায় সম্পত্তির হা হুতাশ!

কতটুকু নিতে পারব সাথে? 


ঐ তো মাত্র সাড়ে তিন হাত গর্ত

চওড়ায় হাত দেড়েক, 

ওটুকুতেই আটতে হবে 

ওটুকুতেই থাকতে হবে

ওটাই গন্তব্য, ওটাই ঠিকানা,   

তারপর মাটিতে চাপা পড়বে মাটি;  


কি রেখে যাচ্ছি! সাথে কি নিচ্ছি!

কখনো ভেবেছি?

মাটির চোখ তো বন্ধ হবে, 

লোভের চোখ বন্ধ হবে কবে? 



০৮ নভেম্বর, ২০২০


#কবিতা

লোভের চোখ 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 






 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন