মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

ভালোবাসার খুনসুটি

আজ বিকেলটা অন্যরকম, কেমন যেন মনমরা নীলচে ধুসর 

অবশ্য এক একটা বিকেল এক একরকম

কোনটা রৌদ্রজ্জ্বল, কোনটা ম্যাড়ম্যাড়ে হলুদ

কোনটা বা রক্তাভ, কোনটা বা মেঘলা ধুসর; 

 

আমি আকাশের দিকে তাকিয়ে বিকেলের সাথে কথা বলছিলাম 

বিশেষ কোন কথা না কিন্তু, 

এই সব হাবিজাবি দৈনন্দিন কিছু সুখের কথা, কিছু দুঃখের কথা

আমার পছন্দ আর অপছন্দগুলোর কথা

মনের ভালো লাগা আর খারাপ লাগার কথা 

নানা বয়সে জীবনে আসা কিছু নারী ও তাদের প্রেমের কথা 

আমার নিজস্ব ভালোবাসার কথা

আর আমার ভালোবাসা বলতে তো তুই, শুধুই তুই;


একটা সময় এ, ও, সে হয়ে যখনই তোর কথা চলে এলো

বিকেলটা হঠাৎ করেই কেমন দুপুর হয়ে গেলো

নীলচে আকাশটা কেমন জানি মেঘমুক্ত নীল হয়ে গেলো

সূর্যের তেজ হঠাৎ করেই যেন বেড়ে গেলো

আর মনমরা ভাবটা কোথায় জানি উধাও হয়ে গেলো; 


আজ মনে হয় আর সন্ধ্যে নামবে না

আজ মনে অন্ধকার বসবে না,

আসলে তুই মানেই তো সূর্য, তুই মানেই জ্যোৎস্না 

তুই মানেই আলো তুই মানেই আনন্দ

একটা মানুষের জীবনের একটা তুই থাকলে আর কিছু লাগে?

তুই মনে আসলেই আমি বিকেল ভুলে যাই দুপুর হয়ে 

তুই মনে আসলেই ভুলে যাই দিন, ভুলে যাই রাত

একটা তুই এই আমার পুরোটা জীবনপাত; 


আজ আর আকাশের সাথে গল্প করব না

করব না বিকেলের সাথে গল্প খুঁটিনাটি 

মন যখন তুই তুই, চল চা চুমুতে ডুবি

তারপর একান্তে কিছু ভালোবাসার খুনসুটি। 


০৯ নভেম্বর, ২০২০


#কবিতা 

ভালোবাসার খুনসুটি

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন