মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

প্রেমের কথা

ছাত্র জীবনের প্রেম - আরেকটু কথা বলি! 

চাকরি জীবনের প্রেম - প্লিজ, পরে কথা বলি!

অবিবাহিত জীবনের প্রেম - চুমু খেতে খেতে কথা বলি!   

বিবাহিত জীবনের  প্রথমদিকের প্রগলভ প্রেম - রাতে কথা বলি!

বিবাহের এক যুগ পরে - সাংসারিক প্রয়োজনে, মাঝে মধ্যে শরীর টানলে  

বিবাহের রজত জয়ন্তী পরে - চোখের সামনে বই আর ফ্যানের ঘটর ঘটর শব্দ         

বিবাহের সুবর্ণ জয়ন্তী কিংবা হীরক জয়ন্তী! - ক'জনার ভাগ্যে জোটে!

কম বেশি কথা হোক আর নাই বা হোক, টানটা কিন্তু ঠিকই থাকে

জীবনের প্রতিটা ধাপে, যাদের একসাথে জীবন কাটে,  

আচ্ছা! এই যে পরস্পরের প্রতি  টান! 

একে কি প্রেম বলে?



১৭ নভেম্বর, ২০২০ 

      

#কবিতা

প্রেমের কথা 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন