টিনের চালে ঝুম বৃষ্টি মন থৈ থৈ
জ্যোৎস্নাতেও আমি কিন্তু তোরই হয়ে রই
মেঘগুলো দেখছিস? সাদা কালো ধুসর!
মেঘ রঙে রাঙানো মনের ওপর আছর
চাঁদটা দেখছিস? রাত যেদিন চান্নিপসর
মন যেন সে রাতে জ্যোৎস্নার বাসর;
চাঁদ নেই আজ জ্যোৎস্নায় মন হারাবার
আজ আকাশ ভাঙা বৃষ্টি মন ভেজাবার
বৃষ্টিতে কান্না ভেজে, বৃষ্টিতে ভেজে মন
যেদিন চাঁদনি রাত সেদিন জ্যোৎস্নাস্নাত মন
এখানে বৃষ্টি নেমেছে মেঘের ওপর জ্যোৎস্না
বৃষ্টিতে বৃষ্টি বিলাস, আজ চাঁদটা দেখছি না;
একদিন খুব সাধ একরাতে ভিজবার
বৃষ্টি ও চাঁদনিতে একসাথে দুজনার
একহাতে তুই রবি আরেক হাতে মন
একসাথে ভিজব বৃষ্টি ও চাঁদে দুজন
একরাতে বৃষ্টি বিলাস একই রাতে জ্যোৎস্না
শুধুই কি স্বপ্নবিলাস? কখনো এমন হবে না?
০১ নভেম্বর, ২০২০
#কবিতা
বৃষ্টিরাতের স্বপ্নবিলাস
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন