'কথা' ছোট্ট একটা শব্দ,
অথচ কি বিশাল তার ব্যাপ্তি!
কথা দিয়ে পরস্পরের মধ্যে যোগাযোগ
কথা দিয়ে ভাবের প্রকাশ
কথা দিয়ে সম্পর্কের সূত্রপাত
আবার কথা দিয়েই সম্পর্কের সর্বনাশ;
কাওকে ছোট করবে? - কথা
কাওকে বড় করবে? - কথা
কাওকে তিরস্কার করবে? - কথা
কারো প্রশংসা করবে? - কথা;
কথাতেই মধু ঝরে কথাতেই বিষ
কথা দিয়েই ভালোবাসা কথাতেই ঘৃণা
কথাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর কানকথা
অথচ প্রাত্যহিক জীবনে এটার'ই সবচেয়ে বেশি চর্চা;
মাঝে মাঝে কথা বলতে বলতে আমরা খেই হারিয়ে ফেলি
কথা বলতে বলতে প্রায়শই চিন্তা করি না কাকে কি বলছি
কখনো ভাবি না কাকে কি বলা উচিৎ আর না উচিৎ
ভাবি'ই না আমার কথাগুলোই কারো কানে লাগতে পারে বিষ;
অথচ কথা বলার সময় একটু যদি চিন্তা করতাম!
যদি কানকথা থেকে নিজেকে সংবরণ করতে পারতাম!
তাহলে হয়তো সম্পর্কগুলো অনেক সুন্দর হতো
কিংবা হয়তো জীবনটাই আমাদের অন্যরকম হয়ে যেতো।
২৯ নভেম্বর, ২০২০
#কবিতা
কথা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন