বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

অভিমানের রঙ

কেউ অভিমানে ডুব দেয়, কেউ ভাসে

অভিমান আকাশে হাসে, মনাকাশে

কেউ অভিমানে লাল, কেউ লালের রঙ বোঝে

কেউ অভিমানের আকাশে রংধনু রঙ খোঁজে;  


কেউ অভিমান করে, কেউ ভাঙানোর চেষ্টায় 

কিছু অভিমান ভাঙে কিছু রয়েই যায়

অভিমান থাক আর নাই থাক মন দুজনারই কাঁদে

মন এক অদ্ভুত ঘর, নানা অনুভূতির ফাঁদে; 


অভিমান ভাংতেই মন ভালোবাসায়

হাসি আনন্দে দুজনা সময় কাটায়

তারপর আবার ঘটনায় নতুন মান 

আবার নতুন করে ভাঙানো অভিমান;


সময়ের সাথে চলতেই থাকে ক্রমাগত 

এটাই জীবন আর নানা রকম সম্পর্ক 

হাসি কান্না, সুখ দুঃখ, আর অনুরাগ অভিমান 

সম্পর্কের সাথে ওতপ্রোত জীবন যাপনের নাম। 



২৩ নভেম্বর, ২০২০


#কবিতা

অভিমানের রঙ

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 

 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন