ভেজাতে জুড়ি নেই তোর, আকাশ
কখনো বৃষ্টিতে কখনো কুয়াশায় কখনো শিশিরে
আমি কখনো ধান কখনো ঘাস
মাটির বুকে মাটি জড়িয়ে;
ভেজাতে জুড়ি নেই তোর, নারী
কখনো প্রেমে কখনো কামে কখনো কান্নায়
আমি সব সময়ই পুরুষ
তোর বুকে তোকে জড়িয়ে;
ঘন মেঘে বৃষ্টি বড্ড ভেজায়
ঘন কুয়াশায় শিশির
ঘন প্রেমে চুমু
ভেজাতে জুড়ি নেই কারো, ভিজি একা আমি;
কোন এক সময় আমিও ভেজাতাম তোকে
ঝুম বৃষ্টিতে হাতে হাত রেখে দুজন ছাদে
কফির কাপে চুমুকে ও চুমুতে
ঘন ভালোবাসায় বিছানা ভিজতো প্রেমে;
এখন আর সেই পুরনো অনুভবগুলো কোথায়!
কোথায় সেই আগের অনুভূতি ভালোবাসার!
কোথায় বা তুই ভেজাতে আমায়!
আজকাল পুরনো স্মৃতিগুলোই বড্ড ভেজায়।
১১ নভেম্বর, ২০২০
#কবিতা
ভেজা স্মৃতিগুলো
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন