মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

শব্দ বিভ্রাট

অসংগতি যখন চোখের ওপর 

দুঃখ কিছু ঘরের ভেতর 

কষ্ট যখন বুকের খাঁচায় 

ঠিক তখনই শব্দ ভ্রমর;  


কিছু শব্দ কানে কানে 

কিছু শব্দ মনে মনে 

কিছু শব্দ মাথার ভেতর 

শব্দ ওড়ে তিতলি ডানায়;  


আমি শব্দগুলো ধরতে যাই 

কষ্টগুলো আঁকতে চাই

দুঃখগুলো খাতায় সাজাই 

অসংগতি কি আর সাজানো যায়?


প্রেমে কিছু শব্দ সাজে 

কিছু শব্দ ভালোবাসায়

অনুভূতিরও কিছু শব্দ আছে 

কবিতা হয় প্রেমে পড়লে;  


প্রেম বিরহ বুকের ভেতর 

ধুকধুক শব্দে অলিন্দ নিলয় 

বিচ্ছেদের নাম শোন নি? 

কবিতা হয় ঘন বিরহে;


চারিদিকে কতরকম শব্দ!

হাসি কান্না আর অনুভব অনুভূতি 

শব্দের শব্দে আমি জব্দ 

শব্দ জুড়লেই কি কবিতা হয়?  


অনেকগুলো শব্দ ওড়ে

মাথার ভেতর শব্দ ঘোরে 

আমিই শুধু শব্দ বিভ্রাটে

কবিতা হয় না আমাকে দিয়ে। 

   

০৪ নভেম্বর, ২০২০ 


#কবিতা  

শব্দ বিভ্রাট 

 - যাযাবর জীবন 

   


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন