মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

স্মৃতিহীন ঘুম

জ্যোৎস্না বিদায় নিয়েছে

আকাশে ক্ষয়ে যাওয়া আধ ভাঙা চাঁদ

আর অভিমানে আধ ভাঙা তুই 

রাত ঘন হলেও আমার চোখে ঘুম কোথায়?


সেদিন সারাটা দিন তেতে ছিলো সূর্য, তেতে ছিলি তুই 

লালচে রাগের আভায় সূর্যটা অস্ত যেতেই 

অভিমানের বাষ্প তোর চোখে 

আধ ভাঙা চাঁদের আলোয় চোখের কোণে 

ওটা কি চিকচিক করছিলো রে?

সারারাত কেঁদেছিলি বুঝি? 


আজকাল আর কোথায় ভালোবাসার হাতছানি?

মন খুঁড়লেই এখনো দগদগে তোর দেয়া গ্লানি

রাত হলেই মন অতীত খুঁড়ে

মনের অজান্তেই, হয়তো বা তোর তরে,

অথচ তুই সেই কবেই আমার অতীত হয়ে গিয়েছিস!

কিংবা আমায় অতীত করে দিয়েছিস; 

 

মাঝে মাঝে রাতে বৃষ্টি হলে

মাঝে মাঝে রাতে জ্যোৎস্না হলে

মাঝে মাঝে আকাশে আধ ভাঙা চাঁদ এলে 

মাঝে মাঝে মনে তুই এলে

বড্ড জানতে ইচ্ছে করে

কেমন আছিস তুই? কার সনে; 


মাঝে মাঝে আধ ভাঙা চাঁদটাকেই চিঠি লিখি, 

ও চাঁদ! 

শোন না! 

তুই ঠিক আছিস তো?

ওটা কিসের দাগ? তোর গায়ে 

কেউ ব্যথা দেয় নি তো! 

কোথাও তোর লাগে নি তো!

ঐ ওখানে, সুদূর অতীতে কিছু ফেলে যাস নি তো!   


আমার কাছে তোর অনেকগুলো স্মৃতি রয়ে গেছে

বুকের খাঁচায়, লালে লালে; মনের ভেতর, অনেক গভীরে 

এর পর আবার আকাশে এলে সবটুকু নিয়ে যাস কিন্তু! 

আমি একটু ঘুমোতে চাই স্মৃতিহীন হয়ে। 


০৭ নভেম্বর, ২০২০


#কবিতা

স্মৃতিহীন ঘুম 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন