মানুষই তো ভুল করে,
কখনো বুঝে, কখনো না বুঝে
কখনো দুষ্টুমির ছলে কখনো অন্য কোন কারণে
ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত
জেনে কিংবা না জেনে,
নানা কাজেই ভুল করে ফেলে সময়ে অসময়ে
কিংবা ভুল হয়েই যায় কারণে আর অকারণে
কথায়, কাজে, ব্যবহারে কিংবা আচার আচরণে,
মানুষ হলে;
আচ্ছা! অনুতপ্ত হলে কি ক্ষমা পাওয়া যায়?
কিংবা ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে?
এটা বোধহয় মানুষের পক্ষে কঠিন
একবার কেউ ভুল করলে সহজে তাকে আর বিশ্বাস করে না
বিশ্বাস করলে তবেই না ক্ষমা করবে! তাই না?
নিজের ভুলের সে কিন্তু ঠিকই ক্ষমার আশা করে,
অন্যের থেকে;
অথচ নিজে ক্ষমা করতে পারে না অন্যের ভুলের,
মানুষ হওয়ারও কিছু অক্ষমতা থাকে;
প্রত্যেকের জীবনেই এমন কিছু ভুল থাকে যে
আয়নার সামনে দাঁড়ালেই ওগুলো দগদগে ঘায়ের মত ফুটে ওঠে
পুরনো সব অমোচনীয় ভুলগুলো,
যেগুলো নিয়ে মানুষ অনুতপ্ত তো হয়!
তবে ক্ষমা চাওয়ার আর সময় হয় না সময় মতন
কিংবা যার কাছে ক্ষমা চাওয়ার কথা
সে মানুষগুলোই হয়তো হারিয়ে যায় চিরতরে
আর আয়না ফাটে অনুতাপের ভাপে,
মাঝে মাঝে মনে হয় পুরনো ভুলগুলো যদি রাবার ঘষে মুছে ফেলা যেত!
২৬ নভেম্বর, ২০২০
#কবিতা
মানুষ হওয়ার অক্ষমতা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন