সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

অর্থ, স্বার্থ ও সম্পর্ক

অর্থ,  

ছোট্ট একটা শব্দ অথচ ব্যাপ্তি ভয়াবহ 

একে ধরা যায়, ছোঁয়া যায়

একে ঘিরেই জীবনের সমস্ত কর্মকাণ্ড   

অর্থে সম্পর্ক গড়া 

অর্থে সম্পর্কের ভাঙন 

আর অর্থেই যত অনর্থ,   

আচ্ছা! জীবনে কোনটার প্রয়োজন বড়! 

সম্পর্কের না অর্থের? 

কোনটা ভালো? 

সম্পর্কহীন অর্থের পাহাড় 

নাকি অর্থহীন সম্পর্কের নদী?  

উত্তর খুঁজছি; 


স্বার্থ, 

শুনতে কেমন জানি গা গোলানো একটা শব্দ 

অথচ সম্পর্কের সাথে ওতপ্রোত   

একে ধরা যায় না, ছোঁয়া যায় না 

তবুও একে ঘিরেই সব অনর্থ, 

স্বার্থের প্রয়োজনে সম্পর্কের জোড়া

স্বার্থে আঘাত লাগলেই সম্পর্কহীনতা 

আর সম্পর্কে যত অনর্থ,  

কোনটা খারাপ? 

সম্পর্কের প্রয়োজনে স্বার্থ 

নাকি স্বার্থের প্রয়োজনে সম্পর্ক?  

ভাবছি। 



২৮ নভেম্বর, ২০২০


#কবিতা 

অর্থ, স্বার্থ ও সম্পর্ক  

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন