মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

মানুষ নামের সীলমোহর

আমাদের প্রতিনিয়তই শিখতে হয়,

শিখতে হয় টিকে থাকার জন্য

শিখতে হয় বেঁচে থাকার জন্য 

শিখতে হয় পেট পালার জন্য 

এই যে পড়ালেখা করছি! শিক্ষিত কি হয়েছি?

সার্টিফিকেট নামক একটা কাগজের টুকরো - শিক্ষার মানদণ্ড,

আচ্ছা! মানুষ হওয়াটা কি শিখেছি?

আমি আয়না'কেই জিজ্ঞাসা করছি;


এই যে পেট! এতে এত ক্ষুধা! 

এই পেট পালতে কি কি যে করছি! তা শুধু আমিই জানি,

কি না করছি, জীবনের টিকে থাকার লড়াইয়ে!

কেউ চাকরিতে, কেউ ব্যবসাতে তেল ঢালছি পাত্রে ও অপাত্রে

চাটুকারিতা, ঘুষ, দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে

কে কাকে ধাক্কা দিয়ে সরিয়ে আগে যাবে 

কে কাকে ল্যাং মেরে ফেলে দিয়ে সামনে বাড়বে  

কে কার পা টেনে ধরে নিজে ওপরে উঠবে, 

প্রতিযোগিতা আর প্রতিযোগিতার লড়াই

সে চাকরিতেই হোক আর কি ব্যবসাতেই! 

কিংবা পেট পালতে অন্য কোন উপায়ে,  

প্রতিনিয়ত, পদে পদে;

 

প্রাপ্তি! 

ঐ যে বললাম, পেট পালছি

আচ্ছা! পেট পালতে কতটুকু লাগে?

কতটুকু খাদ্য ঢোকে এক পেটে? 

ধ্যাত! সেগুলো চিন্তা করার সময় আছে!

আগে তো করায়ত্ত করে নেই নিজের কাছে! 


আচ্ছা! তাহলে বিবেক কি?

ওটা! ডিকশনারির একটা শব্দ

কোন একটা সময় মানুষের ভেতরে ছিলো

আজকাল হ্যারিকেন দিয়ে খুঁজতে হয়, 

 - খুঁজে পাওয়া যায়?

   যায় কখনো কখনো;    

আর মনুষ্যত্ব?  

 - ওটা কিনে কিনে নিয়েছে অর্থ,

তাহলে সম্পর্ক?

 - ওটাও কিনে নিয়েছে স্বার্থ;


তাহলে মানুষের আর রইলো কি?

আছে তো! 

বড় বড় কথা, উঁচু উঁচু ভাষণ আর গলা ফাটানো বক্তৃতা

ভান, তঞ্চকতা আর ছলনা 

আছে অসীম চাহিদা আর সবকিছু গ্রাস করার অভিলাষ

আছে রিপু নামক অদৃশ্য কিছু অনুভূতি

আর আছে আমার আমিত্ব;   

আরে! আসল জিনিষটাই তো বলা হলো না 

মানুষের আছে মানুষ নামের এক সীলমোহর। 


১৪ নভেম্বর, ২০২০ 


#কবিতা

মানুষ নামের সীলমোহর

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 




  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন