বুধবার, ২ আগস্ট, ২০১৭

হিবিজিবি রাত্রি



হিবিজিবি রাত্রি
- যাযাবর জীবন


অনেক দিন দেখা হয় নি আমাদের
তোকে ভেবে ভেবে মনে মনে কত কিছু এঁকে যাই হিবিজিবি!

নীলাকাশে ডানা মেলা গাংচিল
কদম ডালে জবুথুবু বৃষ্টিভেজা কাক
পাহাড়ে বয়ে যাওয়া ঝর্না
সমতলে মৃতপ্রায় নদী
নিবু নিবু সন্ধ্যার রাঙা গোধূলি
মনখারাপ করা হলদেটে জ্যোৎস্না
মিশমিশে অন্ধকার রাত
আরও কত কি!

একসময় কত কাণ্ডই না করেছি আমরা!

চায়ের কাপ হাতে নিশ্চুপ বসে থাকা
পলকহীন চোখে পরস্পর চেয়ে থাকা
চুমুর ঠোঁটে ভাঙা সুপুরি
কামাবেশে রক্তাক্ত সবুজ চুড়ি
পাহাড়ের পেঁজা মেঘে দুজন মাখামাখি
জড়াজড়ি জ্যোৎস্না স্নানে খিলখিল হাসি
থৈ থৈ বর্ষায় মন-ময়ূরী নাচ
আষাঢ়ী পূর্ণিমায় চন্দ্রবিলাস
আরও কত কি!

কত কিছুই না রয়ে গেছে আরও বাকি!

ময়ূরপঙ্খী নাও ভিড়ানো রূপকথার সেই ঘাট
চিরল চিরল তেঁতুল পাতায় সুজন বাসর খাট
মহুয়া বনে ডাহুক গানে মাতাল জড়াজড়ি
অভিমানের পাহাড় গলা বরফ ছোড়াছুড়ি
বৃষ্টি থেকে কান্না সরিয়ে রংধনুর রঙ চুরি
স্বপ্নে তোর শাড়ি উড়িয়ে মনাকাশে লাল ঘুড়ি
একটু অপেক্ষা
একটু সহনশীলতা
একটু ধৈর্য
আর তোকে আরেকটু বেশী ভালোবাসা
আরও কত কি!

যখনই মন গুমোট আকাশ
তোকে ভেবে ভেবে দূর থেকে কাগজে হিবিজিবি।

ভালোবাসায় হয়তো মিলন হয়
মিলনে কবিতা নয়;
এখানে ভাঙছি আমি ওখানে তুই
আর সাদা কাগজে হিবিজিবি রাত্রি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন