মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

অন্ধকারের রেখা



অন্ধকারের রেখা
- যাযাবর জীবন


রাতের কালিতে লেখা জীবনের হিবিজিবি রেখা
আমি যতই মুছে যাই অন্ধকার ঘষে
ততই জ্বলে ওঠে ফসফরাসে মিশে
চাঁদ হাসে
চাঁদনি হাসে
তারা হাসে
অন্ধকার হাসে

একদিন দেখিস ঠিক মুছে যাবে জীবন রেখা
সেদিন মেঘের সাথে তুই কাঁদিস না।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন