শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

বেদনার গোপন গল্প



বেদনার গোপন গল্প
- যাযাবর জীবন


টুপটাপ রোদ ঝরা
চুপচাপ দুপুরবেলা
দিগন্তে ছিটাফোঁটা মেঘ
নীলাকাশে সূর্যের গোলা
আর বুকের চাতালে রোদ পোহানো গল্পগুলো,
শুধু আমার একার
একান্ত একার গোপন গল্পগুলো;
কান্নায় ভেজে
রোদে শুকোয়
চারা থেকে মহীরুহ হতে হতে
একসময় স্মৃতির তলায় চাপা পড়ে মরে যায়,
বুকের চাতালেই কবর হয়
কেও জানতে পারে না;
তোর
আমার
ওর
তার ও তার,
আমাদের সবার একান্ত গোপন গল্পগুলোর কথা;

আমরা আনন্দের গল্প করি
সার্থকতার গল্প করি
সবার মাঝে
উচ্ছ্বাসের সাথে;

একান্ত বেদনার গোপন গল্পগুলোর কথা
কাওকে কখনো বলা হয় না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন