রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

স্পর্শের দূরে



স্পর্শের দূরে
- যাযাবর জীবন


একদিন তুই ছিলি
একদিন আমি ছিলাম
সেদিন গান ছিল
কবিতা ছিল
মান ছিল
অভিমান ছিল
সুখ ছিল দুঃখ ছিল
হাসি ছিল কান্না ছিল
আর বুক ভরা ভালোবাসা ছিল;

আজ কষ্ট আছে আনন্দ নেই
হাত আছে স্পর্শ নেই
ভালোবাসা আছে কাছে থাকা নেই
আজ আমি আছি
গাছ আছে
পাতা আছে
ফুল আছে
হাওয়া আছে
মেঘ আছে
বৃষ্টি আছে
শুধু তুই হারিয়ে গেছিস
স্পর্শের অনেক দূরে............


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন