বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

তুই চাঁদনি আমি রাত



তুই চাঁদনি আমি রাত
- যাযাবর জীবন


একদিন তুই ভালোবেসে বললি
পাহাড় হও,
সীমিত সামর্থ্যে আমি পাথর হয়ে গেলাম;

যেদিন সাগরটা চাইলি
আমি কান্না হলাম;

যেদিন পুরো আকাশটাকেই চাইলি
আমি কালো মেঘে মুখ লুকোলাম;

পাখির সাধ্য কোথায় আকাশ ছোঁয়ার?
কিংবা আমার সাধ্য, তোকে দেবার!

আমি তো ভালোবাসা কুড়োতে কুড়োতেই
ভিক্ষুক বনে গিয়েছি!
তোর অযাচিত অফুরন্ত ভালোবাসা;

পাথরের কি যোগ্যতা আছে ভালোবাসা পাবার?
কিংবা আমার, ভালোবাসা দেবার।

অন্ধকারকে ভালোবাসতে গেলে রাত হতে হয়;
তুই চাঁদনি সবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন