শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

স্বপ্নঘাটের ফেরিওয়ালা




স্বপ্নঘাটের ফেরিওয়ালা
- যাযাবর জীবন


শান্তি নাকি বিক্রি হয়?
ভালোবাসার দরে
মন বাড়ির হাটে;

মন বাড়ির হাট চেনো?
ঐ যে অনেক দূরে
স্বপ্ন ঘাটে;

বুকের বাঁ পাশটা খুলে দেখো ভালো করে
ওখানে ধুকপুক শব্দ হয়
রক্ত নদীতে বৈঠা বয়,
সেখানে নাকি শান্তি বিক্রি হয়
ঘুম স্বপ্নে;

চোখ কিছু শান্তি কিনতে চায়
ঘুম চুমে
কান্নার দরে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন