আলো আঁধারের গল্প
- যাযাবর জীবন
দিনের গল্পগুলো আনন্দময়
রাত শুধুই অন্ধকার;
তুই দিনের গল্প শুনতে শুনতে মাথা রেখেছিলি বুকে
তারপর সন্ধ্যে ঘনাতেই রিপুর আক্রমণ
রাত নামতে নামতে কামের কাছে পরাজয়;
তারপর স্খলন,
প্রেমের
শরীরের
ও মনের;
রাতের সাথে সাথে আমরাও অন্ধকার
তুই
আমি
দুজনেই।
অবসাদে তুই ঘুমাচ্ছন্ন
মাথা চলে গেছে তোর বালিশে;
জেগে আছে অন্ধকার, রাত বুকে ধরে
আর আমি শূন্য বুকে,
অন্ধকারকে রাতের গল্প বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন