রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

সুখের অসুখ



সুখের অসুখ
- যাযাবর জীবন


হসপিটালের বিছানায় শুয়ে আছে একাকী অসুখ,
আমার সুখ;
তোর চেহারার আভিজাত্য মলিন হয়েছে কি একটুও?
হসপিটালটাকেই তো মলিন লাগে আমার চোখে;

ধবধবে সাদা বিছানাটার সাধ্য কি হারিয়ে দিতে, তোর শুভ্রতা?
অসুখ অসুখ গন্ধ শুধুমাত্র তোর নাকে
আমার নাকে এখনো তোর গায়ের মিষ্টি জুঁই গন্ধের খেলা;

ইদানীং বড্ড নিস্তেজ পড়ে থাকিস, চোখবন্ধ
যখন বোবা চোখ মেলিস, কি এক মোচড়ানো হাহাকার আমার বুকে;
বড্ড কষ্ট হচ্ছে বুঝি চেয়ে থাকতে?
থাক, তবে আর তাকাতে হবে না কষ্ট করে
পৃথিবী দেখ আমার চোখে
বাতাস নে আমার ফুসফুস থেকে
রক্ত সঞ্চালন আমার হৃদপিণ্ডে
যতক্ষণ না বিলীন হই কৃষ্ণচূড়ার লালে;

একটু একটু করে তোর রক্তে কেমোর বিষ
নীল হই আমি,
মৃত্যুর কড়ানাড়া তোর দুয়ারে
আমি বিলীন হচ্ছি অন্ধকারে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন