শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

আকাশের ডানা




আকাশের ডানা
- যাযাবর জীবন


আকাশের ডানা কোথায়?
ওড়ে পাখি,
আর মাঝে মাঝে আমি
মেঘে ভেসে
যখন আকাশ ডাকে;

যখন পাহাড় ডাকে
বড্ড আনচান লাগে
বরফের সাথে আমার সখ্যতা বরাবরই,
পাহাড় ডাকছে আমায় আকুল হয়ে
যাব আমি মেঘে ভেসে;

ইশশ আমার যদি ডানা থাকতো! পাখির মত......


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন