শনিবার, ৫ আগস্ট, ২০১৭

তোকে দেখতে পড়তে




তোকে দেখতে পড়তে
- যাযাবর জীবন


সবাই ছবি আঁকে
আমি দেখি তোকে,
সবাই কবিতা লিখে
আমি পড়ি তোকে;

আমি না আঁকতে পারি
না লিখতে পারি
কেবল স্বপ্নে স্বপ্নে
রাতভর পুড়ি তো'তে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন