ভালোবাসার ঘুম
- যাযাবর জীবন
তোকে দেখতে গিয়ে কতবার গ্রহণ দেখেছি!
সূর্য জানে;
তোকে জানতে গিয়ে আপন করেছি অন্ধকার
তোকে চিনতে গিয়ে আপন হয়েছি রাতের
আর এখন তোকে ভুলতে গিয়ে ভুলে গিয়েছি ঘুম;
আসলে ভুল হয়ে গিয়েছিল সেই প্রথমেই;
আমাদের প্রথম দেখা
আর ভালোবাসার ঠোঁটে চুম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন