রাতের সার্থকতা
- যাযাবর জীবন
চাঁদ থাকুক কিংবা নাই থাকুক
রাত কিন্তু কালো;
প্রথম রাতের জ্যোৎস্না ম্যাড়ম্যাড়ে লালচে
স্যাঁতস্যাঁতে মন খারাপের মত,
তারপর চাঁদের দেহে যৌবন আসতেই চারিদিক হরিৎ ধুসর
যেন কুয়াশার ভেতর থেকে ঘোরলাগা চুইয়ে আসা আলো
আর চাঁদের পথ মেঘে ঢেকে গেলেই অন্ধকার
মিশমিশে কালো;
আমি চাঁদ দেখতে দেখতে অন্ধ হয়ে যাই রাতের মত
মনে চাঁদনি নিয়ে অন্ধ হতে হতে রাত হয়ে গেছি কতবার!
অমাবস্যার হিসেব রাখতে চাঁদনির দায় কোথায়?
বাতাসের সাথে সাথে মেঘ হারায়
রাতের সাথে হারায় চাঁদ
সময়ের সাথে চাঁদনি হয় অমাবস্যা
রাত হারিয়ে যায় অন্ধকারে
আর আমি?
ঘোর লাগা রাতে হারাতে থাকি তোতে
মিশমিশে অন্ধকারে;
মন যদি অন্ধকারই নাই হয় তবে রাতের সার্থকতা কোথায়?
কিংবা ভালোবাসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন