বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭

হন্তক, ভালোবাসার




হন্তক, ভালোবাসার
- যাযাবর জীবন


সেদিন আকাশে এত্ত বড় একটা চাঁদ ছিল
চাঁদনির মায়াবী আলোতে তোকে বড্ড অচেনা লাগছিলো
অদ্ভুত এক চাঁদ
অদ্ভুত এক রাত
অদ্ভুত মায়াবী তুই;

তোর চুলে মুখ ডুবিয়ে দিতেই বাসি কাঁঠালচাঁপার গন্ধ
ঘাড় বেয়ে বুকে নামতেই নাকে তাজা জুঁই ঘ্রাণ
তোতে ডুবতে ডুবতে যখন হারিয়ে যাচ্ছিলাম
ঠিক তখনই আমার চোখ পড়লো তোর চোখের আয়নায়
একটু চমকে গেলাম
থমকে গেলাম,
কোথায় তুই?
কোথায় আমি?
কোথায় বিবেক?
এ তো শুধু কামনা কাতর দুটো দেহের জড়াজড়ি
ভালোবাসা কোথায়?

মনের ভেতর কি এক বোধ নাড়া দিয়ে গেল;
তবে কি শরীর'ই ভালোবাসা?
অদ্ভুত অবসাদে বিষণ্ণ মন
থিতিয়ে আসা কাম
বদল ভেতর থেকে
বদল বুকের অনেক অনেক গভীর থেকে
ছিটকে সরে আসা তোর থেকে;
আমি দিতে চাইলাম ভালোবাসার সম্মান
তুই ভেবে নিলি প্রেমের অপমান;

দশ মিনিটের জড়াজড়ি আর
দশ সেকেন্ডের স্খলন
তারপর?
আয়নায় নিজেকে কি জবাব দেব?
ঐ দেখা যায় ভালোবাসার হন্তক।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন