রঙ বদলের খেলা
- যাযাবর জীবন
দৃশ্য বদলের খেলায় রঙ বদলায়
হর হামেশায়
বদলে যায় চারিধার,
আকাশ থেকে নদী
দিন থেকে রাত
মেঘ থেকে বৃষ্টি
সূর্য থেকে চাঁদ।
প্রেমের শুরুটা হয় মনে
মন বদলায়
কখনো সুগন্ধ ছড়ায় আবার কখনো পচে যায়,
ভালোবাসার রঙ বদলায়
মনের রঙের সাথে।
তুই যেদিন থেকে ঝর্ণা আমি পাহাড় হয়েছি
তুই যেদিন থেকে নদী আমার বুকে পলি
তুই মেঘ হতেই আমি বৃষ্টি
তোর সাথে সাথে রঙ বদলের খেলায় ক্লান্ত হতে হতে
আমি রাত হয়ে গিয়েছি
এবার তুই ঘুম হ
আমার বুকে;
একবার তো রঙ মেলা আমার মনের সাথে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন