সময়ের রথ ও উল্টোরথ
- যাযাবর জীবন
বদলে গেছিস তুই
বড্ড বদলেছি আমি;
সময়ের নৌকোয় পাড়ি দেয়া হয়েছে অনেকটা পথ
আমাদের দুজনেরই
সম্পূর্ণ বিপরীত দুই দিকে, দুটি ভিন্ন গতিতে;
সময়ের ভারে আজ আমার চশমার কাঁচ ভারী হতে হতে
এখন প্রায় ঝাপসা দৃষ্টি
জীবনের বোঝা বইতে বইতে ন্যুজ্ব কুঁজো হয়ে গেছি;
অথচ তুই?
যেন উল্টোরথে চড়ে বসেছিস,
এখন আগের থেকেও লাস্যময়ী
যৌবনচ্ছটা আলো বিলোচ্ছে তোর চতুর্দিকে
আমি সামনে এগিয়েছি জীবন পেড়িয়ে
তুই পেছন দিকে যৌবন দাপিয়ে;
সময়
স্থান
অর্থ
বাস্তবতা
এক একজনকে নিয়ে যায় এক এক দিকে
আমার আর তোর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে?
কত বছর পর আজ দেখা হলো তোর সাথে?
ভাগ্যিস সেদিন হাত ধরিস নি আমার
অনিশ্চিত পৃথিবীতে কদম মেলাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন