শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

উড়াল পাখি




উড়াল পাখি
- যাযাবর জীবন


উড়ছে পাখি উড়াল ডানায়
উড়ছে মেঘ আকাশ ডানায়
ডানা ভাঙা আমি তুই বিহনে
পাহাড় তলে পাহাড় তলে;

চলরে মন উড়ি একবার
মন ভাসিয়ে স্বপ্ন বলে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন