বন্ধ্যা ভালোবাসার পরাজয়
- যাযাবর জীবন
আকাশ বড্ড মেঘলা
রংধনু তোর মনে
বাতাস দিচ্ছে দূরে কোথাও, শীতে কাতর আমি
চাঁদনি এলেই তুই উপোষ দিস অভিমানে
আমি শিশিরের খোঁজে ভাদ্রে, তৃষ্ণার্ত শুষ্ক ঠোঁটে;
চুমুর নেশা লেগেছে চাঁদে
তুই অমাবস্যায় চাঁদনি
আমার চোখে অন্ধকার
নির্ঘুম রাত্রি;
আমি ভালোবাসা ছুঁয়ে যাই তোকে ছুঁয়ে ছুঁয়ে
দিন এলে
রাত হলে
তুই ভালোবাসায় ছুঁয়ে যাস আমায় বারে বারে;
বৃষ্টি ছোঁয়ার সময় এলেই তুই ছুঁয়ে দিস কান্না
ভালোবেসে
অভিমানে
উজানের বান, বয়ে যায় তোর চোখে
রুমাল খুঁজতে খুঁজতে আমি অমাবস্যা হই
প্রতি রাতে,
একা একা;
সঙ্গম হয় না অভিমান আর অনুরাগের
পরাজিত বন্ধ্যা ভালোবাসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন