মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

স্বপ্ন ছোঁয়ার কথা


স্বপ্ন ছোঁয়ার কথা
- যাযাবর জীবন


কথা ছিল স্বপ্ন ছোঁব তুই আমি দুজন মিলে
চায়ের কাপে বৃষ্টি ছোঁব গরম ঠোঁটে ঠোঁট ভিজিয়ে
তোর কথা মনে এলেই কান্না ভেজে বড্ড এখন
অচিন দূরে দেখছি তোকে কল্পচোখে চোখ ভিজিয়ে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন