মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

ইনসমনিয়ার রাতে



ইনসমনিয়ার রাতে
- যাযাবর জীবন


মাঝে মাঝে যখন রাতগুলো খুব বিষণ্ণ হয়ে ওঠে
আকাশ কেঁদে ওঠে মেঘের ঢলে
রাস্তায় কিছু কুকুরের ক্রমাগত ঘেউ ঘুমোতে দেয়া না
ল্যাম্পপোস্টের আলো গুলোকে;

ইনসমনিয়া ঘিরে আছে রাতের শহর'কে
আর আমায় ঘিরে আছিস তুই
ঘুম এক অচিন পাখি
মন খারাপের রাতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন