শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

জড়ানো বিষাদ



জড়ানো বিষাদ
- যাযাবর জীবন


জড়িয়ে নেয়া ও জড়িয়ে থাকা
শরীর ও মনে
স্পর্শে কিংবা অনুভবে
তোর আর আমার
জ্যোৎস্নায় অবগাহন
আদরে ভেসে
ভালোবাসার রাতে;

বিষাদের অনুভব?
সে তো অন্ধকার
যখন তুই নেই আমার স্পর্শে
কিংবা আমি তোর কাছে,
অমাবস্যা
প্রতি চাঁদ মাসেই আসে
রাগ, অভিমান আর দুঃখের মত
তোর আমার জীবনে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন