শনিবার, ৫ আগস্ট, ২০১৭

বৃষ্টি টুপ



বৃষ্টি টুপ
- যাযাবর জীবন


আজ সকালে ঘর থেকে বের হতেই
ঝুমুর ঝুমুর বৃষ্টি
তোর কথা মনে হতেই উঠিয়ে দিলাম রিক্সার হুড
পলিথিনে কি আর মন ঢাকা যায়?

বৃষ্টি এলে প্রেমিক প্রেমিকার বড্ড মজা
পলিথিন পর্দার আড়ালে
রিক্সার হুড তুলে
ভিজছে জোড়ায় জোড়ায়
ঠোঁটে ও মনে
ভিজছে পলিথিন, ঝুম বৃষ্টিতে।

মনের মাঝে কোথায় যেন চা'ওয়ালা ডাকছে
এই চা গরম
চা,
কতদিন বৃষ্টি ভেজানো চা খাওয়া হয় না!

চুমিয়ে চা খাওয়াতে তোর জুড়ি মেলা ভার
ঠোঁটটা বড্ড শুকিয়ে আছে আমার।

ঝুমঝুমান্তি ঝরছে আকাশ বৃষ্টি টুপ
বড্ড মন খারাপ বুঝি তোর?
আজ একদমই তুই চুপ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন