মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

পরাজিত




পরাজিত
- যাযাবর জীবন


একটুতেই বড্ড ভেঙে পড়িস তুই
একটুতেই হেরে যাস
খেলা শুরুর আগে
কতবার তোর পরাজিত কান্নায় ভিজে যাওয়া শাড়ির আঁচল
শুকিয়ে দিয়েছি রোদে!
মনে পড়ে?

তারপর বহু সময় পার হয়ে গিয়েছে!
আচ্ছা! এখন কে মুছিয়ে দেয় চোখের জল?

আমাদের যোগাযোগ না হওয়ার দায়িত্ব শুধুই আমার একার
অথচ তোর মনের ভেতর আমি
অনুভবে খুব জানি,
আর আমার মনে?
আচ্ছা অন্য কথা বল;

শুধু শুধুই সেদিন পাগলের সাথে প্রেম করতে গিয়েছিলি,
পরিণামে প্রণয় কান্নার সাথে;
এর পর প্রেমে পরার আগে পরিচয় পত্র যাচাই করে নিস, খুব ভালো করে।

শোন, বৃষ্টিরও কিন্তু ভেজার সাধ জাগে কখনো কখনো
ওর জন্য না হয় কিছু অশ্রু উঠিয়ে রাখ যত্ন করে;
আমি যেমন জ্যোৎস্না উঠিয়ে রেখেছি
খুব সযতনে,
তোর রাত আসার আগে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন