শনিবার, ৫ আগস্ট, ২০১৭

দৃষ্টিভ্রম


দৃষ্টিভ্রম
- যাযাবর জীবন



আগে আগে ছায়া
পিছু পিছু আমি
দৃষ্টিভ্রম কায়া
অনেক তোর মায়া;

কিছু সম্পর্ক কিছু ভালোবাসা
পিছু স্বার্থের কালো ছায়া
আমি কার? কে আমার?
সব জাগতিক মায়া।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন