চাঁদ কাঁদে
- যাযাবর জীবন
কিছু কিছু রাত বড্ড অস্বস্তির
মনে তুই উঁকি দিতেই চোখে নির্ঘুম রাতের ছোবল
মুহূর্তে ঘুমের মৃত্যু নীল বিষে
আমি রক্তাক্ত হতে হতে বিছানা ত্যাগ করি,
দাঁতে পেন্সিল কেটে ভালোবাসা আঁকি মনের ইজেলে
দূরত্ব বাড়তে থাকে রাত থেকে ঘুমের
আর তোতে ডুবতে ডুবতে আমি ডুবে যাই অন্ধকারে
চাঁদনি ডুবতে থাকে আমার চোখে
একাকী চাঁদ কাঁদে আকাশে;
চাঁদ আর চাঁদনির দূরত্ব কত জানিস?
যতটা দূরত্ব তোর আর আমার
আর আমাদের ভালোবাসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন